বরিশাল: বরিশাল নগরীর ড্রেন ও ম্যানহোলে মশক নিধনের ওষুধ দিতে গিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) এক কর্মচারী আহত হয়েছেন।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কাটপট্টি এলাকায় ফগার মেশিন বিস্ফোরণে অপারেটর মো. সাইদুলক আহত হন।
তবে এ সময় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।
একই পদের কর্মরত কর্মচারী মো. জাফর জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তিনিসহ ৫/৬ কর্মচারী মশক নিধক ফগার মেশিনের মাধ্যমে ড্রেনে ওষুধ দিচ্ছিলেন। নগরীর কাটপট্টি সড়কের জেমিনিস ইলেক্ট্রনিক্সের সামনের ড্রেনে এবং ম্যানহোলে ওষুধ দেওয়ার সাথে সাথে আগুন ধরে বিকট শব্দ হয়।
শব্দের সঙ্গে সঙ্গে ম্যানহোলের সিমেন্ট ও রড দিয়ে তৈরি স্লাব ক্ষতিগ্রস্ত হয়। স্লাবের কিছু ভাঙা অংশ সাইদুলের শরীরে এসে পড়লে তিনি আহত হন।
ঘটনার পর পর প্যানেল মেয়র-১ কে এম শহীদুল্লাহ, কাউন্সিলর হারুন-অর রশিদসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এমজেএফ/