বরিশাল: ঘন কুয়াশার কারণে বরিশালের কীর্তনখোলা নদীর চরে আটকে গেছে বিআইডব্লিউটিসির স্টিমার পিএস মাহসুদ। এতে ১৮০ জন যাত্রী রয়েছেন।
রোববার (০৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কীর্তনখোলা নদীর চরকাউয়া চরে আটকে যায় স্টিমারটি। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
বিআইডব্লিউটিসির বরিশাল অফিসের ম্যানেজার একে আজাদ বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে মোড়েলগঞ্জের উদ্দেশে ১৮০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় স্টিমারটি। রোববার ভোর ৬টার দিকে ঘন কুয়াশার কারণে নদীর চরকাউয়ার চরে আটকে পড়ে।
তিনি জানান, বিকল্প ব্যবস্থায় বরিশালগামী যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। তবে বর্তমানে হুলারহাট ও মোড়েলগঞ্জগামী ৭৩ জন যাত্রী স্টিমারে রয়েছেন।
তিনি আরো জানান, জোয়ার এলে স্টিমারটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
বাংলাদেশ সম: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসআর