ঢাকা: রংপুরের আট জেলায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ রংপুর সমিতি।
রোববার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল নাসের তার বক্তব্যে বলেন, রংপুর অঞ্চল কৃষি ও খনিজ সম্পদে ভরপুর। কৃষি প্রধান অঞ্চল হয়েও এই এলাকায় একটি সারকারখানা নেই। এ এলাকায় সারকারখানা করার দাবি জানান।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা রংপুর বিভাগের উন্নয়নে ও সবরকমের বৈষম্য দূর করে অবিলম্বে রংপুর বিভাগের আট জেলায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি জানান।
এছাড়া ক্যাডেট কলেজ স্থাপনসহ ঠাকুরগাঁও বিমানবন্দর চালুরও দাবি জানানো হয় রংপুর বিভাগ সমিতি থেকে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নজরুল ইমলাম, সহ সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
ইউএম/আরএইচএস/বিএস