ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাড্ডায় বিষপানে কিশোরের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
বাড্ডায় বিষপানে কিশোরের আত্মহত্যা

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডায় বড়বোনের সঙ্গে অভিমান করে ছোটভাই স্কুল পড়ুয়া জাহিদ হাসান (১৫) বিষপানে আত্মহত্যা করেছে।
 
রোববার (০৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


 
জাহিদ হাসান চাঁদপুরের শাহারাস্তি এলাকার মুহাম্মদ মুস্তফার ছেলে। সে তার পরিবারের সঙ্গে মধ্য বাড্ডার নামাপাড়া কবরস্থান রোড এলাকায় বাস করতো। জাহিদ স্থানীয় বেসরকারি ইউসুফ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।

জাহিদের বড়বোন জান্নাতুল পান্না বাংলানিউজকে জানান, তার মোবাইলের কাভারের ভিতরে কিছু টাকা ছিলো। সেই টাকা জাহিদ হারিয়ে ফেলে। এ নিয়ে জাহিদকে বকাঝকা করলে সবার অজান্তে সে বিষপান করে।
 
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এজেডএস/টিএইচ/আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।