ঢাকা: ভাষার মাসে শহীদদের স্মরণে রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরণির বটমূলে পথনাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।
১২ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও রোববার) দুই দিনব্যাপী এ উৎসব প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
রোববার (০৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গীতাঞ্জলি ললিতাকলা একাডেমির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গীতাঞ্জলি ললিতাকলা একাডেমি আয়োজিত ‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’ স্লোগানে থিয়েটার অঙ্গন পথনাট্যোৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবে থিয়েটার অঙ্গন ছাড়াও দেশের স্বনামধন্য দশটি নাট্যদল তাদের পথনাটক মঞ্চস্থ করবে।
এগুলো হচ্ছে- আরণ্যক নাট্যদল, থিয়েটার (আরামবাগ), প্রাচ্যনাট, মহাকাল নাট্যসম্প্রদায়, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল, নাট্যধারা, স্বাত্তিক নাট্য সম্প্রদায়, নাট্য পুরান, নাট্যরন থিয়েটার উত্তরা ও থিয়েটার অঙ্গন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম; আর সংস্কৃত বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর অনুষ্ঠানের সমাপনীতে উপস্থিত থাকবেন।
এ একাডেমির আহ্বায়ক মাহবুব আমিন মিঠু, প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এফবি/এমএ