রাজবাড়ী: ইশারা ভাষা শিখবো, ভাব বিনিময় করবো-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবসে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের আজাদী ময়দান থেকে জেলা বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার আয়োজনে শহরে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়।
র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বধির উন্নয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিনাত আরা।
জেলা বধির উন্নয়ন সংস্থার সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কর্মকর্তা দীপক কুমার প্রামাণিক, সদর সমাজ সেবা কর্মকর্তা মাজাহারুল ইসলাম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মনির হোসেন, সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আলিম মনি ও অর্থ সম্পাদক মাসুদ মল্লিক।
এ সময় রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
সবশেষে বধির উন্নয়ন সংস্থার সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এএটি/আরএ