ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ১২০ বোতল মদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
মাধবপুরে ১২০ বোতল মদ উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার জয়নগর এলাকা থেকে ১২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ধর্মঘর বিওপির জোয়ানরা জয়নগর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মদের বোতলগুলো উদ্ধার করে।



৭ ফেব্রুয়ারি দুপুরে বিজিবি-৫৫ ব্যাটালিয়ন, চুনারুঘাটের ক্যাপ্টেন পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাজ্জাদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গভীর রাতে ধর্মঘর বিওপির সুবেদার মো. আবু হানিফের নেতৃত্বে বিজিবি জোয়ানরা মাধবপুর উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধার মদের সিজার মূল্য ধরা হয়েছে এক লাখ আশি হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।