গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাকিয়া হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের বাবা জালাল উদ্দিন মল্লিক।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরাতন বাজার রোডের বাসভবনে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি যেন তার মেয়ের হত্যাকারীদের সঠিক বিচার পান সেজন্য উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য উদঘাটনে সাংবাদিকরা তাদের সঠিক ভূমিকা পালন করবেন এমনটিই আশা করেন তিনি।
তিনি বলেন, পুলিশ জানিয়েছে, রাত ১২টার মধ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কিন্তু নিশান আমাদের রাত ২টা ১০ মিনিটে ঘটনাটি জানিয়েছে। তারা হত্যাকাণ্ড ঘটিয়ে মরদেহ গুম করার পরিকল্পনা করেছিল। কিন্তু আশপাশের লোকজন বিষয়টি টের পাওয়াতে মরদেহ গুম করতে পারেনি। এ কারণে তারা পুলিশকে ফোন দিয়ে ডাকাতির নাটক সাজায়।
সংবাদ সম্মেলনে নিহতের ছোট ভাই আবির উদ্দিন মল্লিক, আছিম উদ্দিন মল্লিক ও মুনিম উদ্দিন মল্লিক এবং গোপালগঞ্জে দায়িত্বরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে জেলা শহরের বেদগ্রামে সাংবাদিক নিশানের নিজ বাসভবনে তার স্ত্রী জাকিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে সাংবাদিক মোর্শেদায়ান নিশান, তার ভাই, ভগ্নিপতিসহ চারজনকে আসামি করে শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৬, তাং-০৫.০২.২০১৬)। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত চার আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএ