বরিশাল: ঘন কুয়াশার কারণে বরিশালের কীর্তনখোলা নদীর চরে ১৮০ জন যাত্রী নিয়ে আটকে যাওয়া পিএস মাহসুদ স্টিমারটি ৯ ঘণ্টা পরেও উদ্ধার করা যায়নি।
রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নদীতে জোয়ার এলে ঘণ্টাখানেক চেষ্টা করেও জাহাজটি নদীর চরকাউয়া চর থেকে নামাতে পারেননি স্টিমার মাস্টার।
স্টিমারের মাস্টার মো. ইদ্রিস হাওলাদার সিরাজি বাংলানিউজকে জানান, ভোর সাড়ে ৫টার পর স্টিমারটি ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে কীর্তনখোলা নদীর চরকাউয়া চরের একটি চড়ায় আটকে যায়।
এরপর তারা স্টিমারটি নামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে জোয়ারের অপেক্ষায় থাকেন। কিন্তু দুপুর ২টার দিকে জোয়ার এলে নদীর পানি বাড়লেও স্টিমারটি চরের ওই চড়া থেকে নামানো যায়নি।
তিনি জানান, বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। বরিশালে বিআইডব্লিউটির একটি টাগবোট রয়েছে, যা দিয়ে স্টিমারটি নামানো সম্ভব। তবে এখনো সেটি ব্যবহারের অনুমতি পাননি তারা।
এদিকে, স্টিমারে থাকা প্রায় সব যাত্রীই যাত্রীই বিকল্প ব্যবস্থায় দুপুর ২টার দিকে নেমে গেছেন। বর্তমানে হুলারহাটগামী বিদেশি দুই নাগরিক স্টিমারে রয়েছেন বলে জানিয়েছেন বরিশাল নৌ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মঞ্জুর।
জানতে চাইলে বরিশাল বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, প্রথমে মাস্টারের কথায় জোয়ারের জন্য তারা অপেক্ষা করেন। জোয়ার হলেও স্টিমারটি নামানো সম্ভব হয়নি। তাদের নিজস্ব কোন টাগবোট এখানে নেই। বিআইডব্লিউটির টাগবোট ব্যবহারের অনুমতি চেয়ে ঢাকায় তারা জানিয়েছেন। তবে স্টিমারটি উদ্ধারে কতো সময় লাগবে তা জানাতে পারেননি তিনি।
** ১৮০ যাত্রী নিয়ে স্টিমার কীর্তনখোলার চরে
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসআর