পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কে এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের চার ছাত্রকে মারধর করার প্রতিবাদে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।
রোববার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ক্লাস বর্জন করে ওই বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে তারা।
পুলিশ জানায়, রোববার সকালে বিদ্যালয়ের মাঠে উপজেলার মিরুখালী গ্রামের রুম্মান, রুবেল ও রাসেল নামে তিন বখাটে তুচ্ছ ঘটনার জের ধরে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাইম, মাসুদ, হাসান ও হোসাইন খানকে মারপিট করে।
এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। পরে, বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা মঠবাড়িয়া-মিরুখালী সড়ক অবরোধ করে বখাটেদের গ্রেফতার ও বিচার দাবি করে।
খবর পেয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে আসেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয় শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে, দুপুরে কে এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিতোষ কুমার হালদার, ম্যানেজিং কমিটির সদস্য ইউনুছ আলী খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এমজেড