ঢাকা: রেডিমেড দর্জি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।
রোববার (০৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল চারটায় এ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় শ্রমিক নেতা মামুন খান বলেন, গত ১৫ বছর ধরে রেডিমেড দর্জি শ্রমিকরা একই মজুরিতে কাজ করছেন। গার্মেন্টস শ্রমিকদের বেতন ১২শ’ টাকা থেকে ৫ হাজার ৩শ’ টাকা হয়েছে। কিন্তু আমরা হাফ শার্টের মজুরি এখনো ১২ টাকাই পাই। তাই আমাদের দাবি প্লেন হাফ শার্টের মজুরি ২৫ টাকা করা হোক।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য বিবেচনা করে আমাদের মজুরি বাড়ানোর দাবি জানাচ্ছি।
এ সময় অন্যান্য শ্রমিকরা তাদের বক্তব্যে বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অতি সত্ত্বর আমাদের দাবি মানা না হলে আমরা আরো কঠোর আন্দোলনে যাবো।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
ইউএম/জেডএস