ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে আগুন, মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে আগুন, মামলা

ময়মনসিংহ: বোনকে উত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করায় ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি গোলাপজান রোড এলাকায় এক বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় বখাটেরা।

রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় বখাটে অপুসহ ১৩ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ওই মেয়ের বাবা মফিজুর রহমান।



এ ঘটনায় ইতোমধ্যে বখাটে আসাদুল্লাহ অপুসহ ৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

পুলিশ জানায়, ওই এলাকার মফিজুল ইসলামের মেয়েকে দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছিলেন স্থানীয় বখাটে আসাদুল্লাহ অপু। কিন্তু ওই মেয়ে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অপু ক্ষুব্ধ হন।

শনিবার বিকেলে ফের ওই মেয়ের বাড়িতে গিয়ে তাকে উত্যক্ত করলে মেয়ের ভাই প্রতিবাদ করেন। এবং বখাটে অপুকে লোহার রড দিয়ে আঘাত করেন।

এ ঘটনার জের ধরেই ওইদিন রাত ১১টার দিকে অপুর লোকজন ওই মেয়ের বাড়িতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনার পর পরই আসাদুল্লাহ অপু, সাজ্জাদ হোসেন, তরিকুল ইসলাম তারেক ও সোহাগসহ ৫ জনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।