মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরাপাড়ার রামনগরে পূরভী ফিসিং নেইট কারখানা থেকে এক কোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে এ জালগুলো জব্দ করা হয়।
পরে বিকেলে জব্দকৃত জালগুলো মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত জালের দাম প্রায় ৬০ লাখ টাকা।
র্যাব-১১’র কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মশিউর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই ফ্যাক্টরিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকীর নেতৃত্বে একটি দল। এ সময় এক কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও জাল তৈরির সূতা জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএ