বরগুনা: চাচার বাড়ি থেকে বাসে চেপে বাড়ি ফিরছিল মারুফ হোসেন(১২)। পথে বাসের জানালা দিয়ে মাথা বের করতেই গাছের সঙ্গে আঘাত লেগে মৃত্যু কোলে ঢলে পড়ে সে।
রোববার(৭ ফেব্রুয়ারি) সকালে বরগুনা সদর উপজেলার বরগুনা-বেতাগী সড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারুফ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, তিনদিন আগে বরগুনার তালতলী উপজেলায় তার চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিল মারুফ। রোববার সকালে মারুফ তালতলী থেকে বরগুনা আসে। সেখান থেকে হানিফ পরিবহনের একটি বাসে বেতাগী যাচ্ছিলো সে।
এ সময় গাড়ির জানালা দিয়ে বাইরে মাথা বের করলেই গাছের সঙ্গে আঘাত লেগে মাথা থেতলে যায়। পরে তাকে বরগুনা জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে জানান, শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বরগুনা সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
পিসি/