ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমলনগরে শিক্ষা মেলা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
কমলনগরে শিক্ষা মেলা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শিক্ষা মেলার আয়োজন করা হয়।



সকালে শিক্ষা মেলার উদ্বোধন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুল হাসান ও হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিবসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টলে দেওয়াল পত্রিকা প্রদর্শন, কবিতা/ছড়া লিখন ও শিক্ষা উপকরণ প্রদর্শন করা হয়। এছাড়াও  উম্মুক্ত অভিনয়, গান ও আবৃত্তি করে শিশুরা।

বিকেল ৪টায় শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার মেলায় অংশগ্রহণকারী বিদ্যালয় ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।