গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার তুলসিঘাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত পথচারী সাজু মিয়ার (২৫) মৃত্যু হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার দুপুর দেড়টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে গ্রামীণ ব্যাংক অফিসের সামনে ওই দুর্ঘটনায় আশিক (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান।
পথচারী সাজু মিয়া জেলার পলাশবাড়ী উপজেলার হরিপুর গ্রামের এনায়েত উল্লাহর ছেলে এবং মোটরসাইকেল আরোহী আশিক গাইবান্ধা শহরের থানা পাড়ার বাবু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী তিন যুবক গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে তুলসিঘাট গ্রামীণ ব্যাংক অফিসের সামনে মোটরসাইকেলটি পথচারী সাজুকে ধাক্কা দিলে চার যুবকই রাস্তায় ছিটকে পড়েন।
এ সময় রংপুর থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী আশিক।
এ ঘটনায় আহত হন পথচারী সাজুসহ তিনজন। এদের মধ্যে পথচারী সাজুকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএ