ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চোরাই মোটরসাইকেল কিনে বিপাকে পুলিশ কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
চোরাই মোটরসাইকেল কিনে বিপাকে পুলিশ কর্মকর্তা

নীলফামারী: চোরাই মোটরসাইকেল কিনে নীলফামারীতে বিপাকে পড়েছেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাবেদ আলী।

রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে মোটরসাইকেল চালিয়ে শহরের মূল সড়ক অতিক্রম করার সময় মোটরসাইকেল মালিকসহ স্থানীয়রা তাকে আটক করে সদর থানা পুলিশে সোপর্দ করেন।



আটক এএসআই জাবেদ আলী পঞ্চগড় জেলা সদরের পানিমাছপুকুরী মাহানপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার রাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নীলফামালী শাখার কর্মকর্তা তরিকুল ইসলামের শহরের কলেজ পাড়ার বাড়ি থেকে দু’টি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় শনিবার থানায় অভিযোগ করেন তিনি।
 
ব্যাংক কর্মকর্তা তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তি চুরি যাওয়া দু’টি মোটরসাইকেলের একটি চালিয়ে দুপুরে শহরের মূল সড়ক অতিক্রম করছিলেন। এ সময় স্থানীয় লোকজন চিনতে পেরে আমাকে খবর দেন। আমি মোটরসাইকেলটি শনাক্ত করে তাকে থানায় সোপর্দ করি।

আটক গোবিন্দগঞ্জ থানার এএসআই জাবেদ আলী বলেন, আমার এক আত্মীয় মোটরসাইকেলটি বিক্রির কথা বললে সেটি আমি নিয়ে নেই। কিছু টাকা পরিশোধ করেছি। কাগজপত্র বুঝে পাওয়ার পর বাকি টাকা পরিশোধের চুক্তি হয়।

দুপুরে মোটরসাইকেলটি নিয়ে নীলফামারী শহরের মূল সড়ক দিয়ে কর্মস্থল গোবিন্দগঞ্জে যাচ্ছিলাম। এ সময় নীলফামারী শহরের স্টাফ কোয়ার্টারের সামনে লোকজন আমাকে থামতে বলেন। আমি থেমে তাদের কথায় বুঝতে পারি, এটি চোরাই মোটরসাইকেল।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বলেন, আটক জাবেদ আলীকে নিয়ে চুরি হওয়া অপর মোটরসাইকেল উদ্ধার ও চুরির ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।