জাতীয় সংসদ ভবন থেকে: মন্ত্রীদের বিভিন্ন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী বলেছেন, সংকীর্ণতা এবং আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে সমতার ভিত্তিতে উন্নয়ন করুন। এলাকার মন্ত্রী হবেন না, বাংলাদেশের মন্ত্রী হন।
রোববার (০৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে মন্ত্রীদের এই পরামর্শ দেন তাহজীব আলম সিদ্দিকী।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি টেনে তাহজীব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এলাকায় ঢেলে দেওয়ার আদিখ্যেতা আমার নেই।
এজন্য তিনি প্রধানমন্ত্রীকে সাধুবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যা প্রযোজ্য, তা অন্যান্য মন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য।
তাহজীব বলেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জে বলেছেন, সিরাজগঞ্জের মানুষকে আর ঢাকায় এসে চিকিৎসা করাতে হচ্ছে না। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা নোয়াখালীতে বলেছেন, সেখানকার রাস্তাগুলো নাকি এমন প্রশস্ত যে, সেখানে শুধু গাড়ি নয়, উড়োজাহাজও নামতে পারবে। রেলপথমন্ত্রী কুমিল্লায় বলেছেন, কুমিল্লায় রেল পাতার আর জায়গা থাকবে না। স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ হোসেন ফরিদপুরে বলেছেন, তার এলাকার উঠানও পাকা হয়ে যাবে!
তাহজীব মন্ত্রীদের এসব কথা উল্লেখ করে বলেন, মাননীয় মন্ত্রীদের এলাকায় উন্নয়ন উপচে পড়বে, আর আমাদের রাস্তা, হাসপাতালগুলো দিনের পর দিন সুবিধাবঞ্চিত থাকবে- এটি হতে পারে না। সরকারকে হতে হবে ১৬ কোটি বাঙালির এবং সরকারের কর্মকাণ্ড বিস্তৃত হতে হবে সবগুলো শহর, জেলা, উপজেলা এবং গ্রামে; সুষমভাবে। মন্ত্রীদের এ ব্যাপারে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসএম/আরএইচ
** ‘খালেদা পাকিস্তানি প্রভুদের শেখানো বুলি আওড়াচ্ছেন’
** ডেইলি স্টার বন্ধের দাবি সংসদে
** কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিলের প্রতিবেদন চূড়ান্ত
** মা ইলিশ সংরক্ষণের সময়সীমা ২২ দিন করা হচ্ছে
** রাজাকারদের নামসহ তালিকা করা হবে
** সুন্দরী কাঠ বাজারে পাওয়া গেলে ব্যবস্থা
** চালু হচ্ছে নিউইয়র্ক-বাংলাদেশ ফ্লাইট