ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর শিবা গ্রামে এক কৃষকের বাড়িতে রহস্যময় আগুনের ঘটনা ঘটছে। এ নিয়ে পুরো গ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ কারণে বাড়িটি দেখতে প্রতিদিন ভীড় জমাচ্ছেন শত শত মানুষ। কিন্তু কেন এ আগুনের সূত্রপাত তা কেউ বলতে পারছেন না।
গত কয়েকদিনে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ বাড়িটি পরিদর্শন করেও আগুন লাগার কারণ উৎঘাটন করতে পারেনি।
স্থানীয় সূত্র জানায়, চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর শিবা গ্রামের মোস্তফা বেপারির ঘরে গত এক মাস ধরে আগুন লাগার ঘটনা ঘটে চলেছে।
এ থেকে উত্তরণের জন্য গৃহকর্তা ওঁঝা, খনকার থেকে দাওয়াই নিলেও কিছুতেই কাজ হচ্ছেনা। মোস্তফা বেপারির এ বাড়িটিকে কেউ ‘অভিশপ্ত বাড়ি’ আবার কেউ বা ‘আগুনবাড়ি’ বলে আখ্যায়িত করছেন।
শুধু তাই নয়, বাড়িটিকে ঘিরে সাধারণের মাঝে বাসা বেঁধেছে নানা কুসংস্কার ও অবহেলার। অনেকে আবার ভয়ে ওই বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছেন। ঘরের বাসিন্দারা রাতে ঘুমাতে পারছেন না’ কেউ কেউ আবার রাত জেগে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
বাড়ির মালিক মোস্তফা বেপারি সাংবাদিকদের বলেন, ১৩ জানুয়ারি হঠাৎ করেই ঘরে আগুন লাগে, ওই দিন সকালে পূর্ব ভিটার পুরাতন ঘরের চালার টিনে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।
তারপর থেকে গত কয়েক দিনে নতুন ও পুরাতন দু’টি ঘরের চালা, বেড়া, ঘরের চাল, তরকারি, লেপ-কাঁথা, হাড়ি-পাতিল, জামা-কাপড় সবকিছুতেই হঠাৎ করেই আগুন জ্বলে উঠছে। এমনকি পুকুরের পানিতে ভিজিয়ে রাখা জামা-কাপড়-কাঁথায়ও আগুন জ্বলে উঠছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন রাসেল বলেন, আগুন লাগার বিষয়টি জানতে পেরে বেশ কয়েকবার ওই বাড়িতে গিয়েছি’ কিন্তু কেন বার বার আগুন লাগছে তা আমরা কেউ বলতে পারছি না।
চরফ্যাশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ ধরনের একটি ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আগুনে পোড়ার চিহ্ন পেয়েছে তবে আগুন লাগতে দেখেছে এমন কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, শিবা গ্রামে একটি বাড়ির বসতঘরে বার বার আগুন লাগছে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের কাছে শুনেছি, সোমবার আমি ঘটনাস্থল পরিদর্শনে যাবো।
তবে আগুন লাগার বিষয়ে সাংবাদিকদের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক আ ক ম মোস্তফা জামান।
তিনি বলেন, নদী ভাঙন কবলিত এলাকায় অনেক সময় ভাঙনের কবলে পড়ে গাছ-পালা বিলীন হয়ে তা মাটির নিচে চাপা পড়ে। কয়েক বছর পর তা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়, যা নির্গত হয়। এ গ্যাস থেকে আগুন লাগতে পারে, তবে মোস্তফা বেপারি বাড়িতে এ ধরনের আগুনের ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম।
উত্তর শিবা গ্রামের মুখারবান্দা খালের পশ্চিমপাড় ঘেঁষে মোস্তফা বেপারির বাড়ি। ১৫ বছর পুরনো এ বাড়িতে পূর্বভিটা এবং উত্তর ভিটায় দু’টি চৌ-চালা টিনের ঘর। পূর্বভিটার ঘরটি পুরাতন এবং উত্তর ভিটার ঘরটি নতুন। পূর্বভিটার পুরাতন ঘরটিতেই ১৫ বছর ধরে পাঁচ ছেলে ও এক মেয়েকে নিয়ে বাস করছেন মোস্তফা বেপারির পরিবার।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএ