ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশকে এগিয়ে নিতে গণমাধ্যম সহায়ক ভূমিকা রাখবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
দেশকে এগিয়ে নিতে গণমাধ্যম সহায়ক ভূমিকা রাখবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণমাধ্যম সহায়ক ভূমিকা রাখবে। দেশের ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর যখনই আঘাত আসবে তখনই গণমাধ্যমকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে।



রোববার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে জয়টিভি২৪.কম এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী বিভিন্ন কর্মসূচী গ্রহণের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির উন্নয়নের কারণেই আজ জয় টিভি সম্প্রচারের সুযোগ পেয়েছে। গণমাধ্যমের বিকাশের ফলেই নতুন প্রজন্ম আজ সাংবাদিকতায় আসার সুযোগ পেয়েছে। এমন একটি খাত নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্তমানে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে একটি অপার সম্ভাবনার দেশ।

তিনি আরও বলেন, উদার গণতন্ত্রের পথে যারা বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে এবং মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুঁখে দাঁড়াতে হবে গণমাধ্যমকর্মীদের। দেশের সম্ভাবনা, গণমানুষের প্রত্যাশা, তাদের আর্তনাদের কথা ও সমস্যার কথা তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, বাগেরহাটের জেলা পরিষদ প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বিপিএম।

জয় টিভির চেয়ারম্যান মুজিবুর রহমান শামীমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিভি খুলনা জেলা সংবাদ প্রতিনিধি ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব ও দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস খুলনা প্রতিনিধি এস এম জাহিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জয় টিভির ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি জয় টিভির লোগো উন্মোচন এবং সুইচ টিপে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এতে সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:  ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।