ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে হাতবোমা হামলায় আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
মেহেরপুরে হাতবোমা হামলায় আহত ১

মেহেরপুর: মেহেরপুরে দুর্বৃত্তদের ছোড়া হাতবোমা হামলায় ঠান্টু মিয়া (৪২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কোলা-দফরপুর রোডের দফরপুর মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।



আহত ঠান্টু মিয়া দফরপুর গ্রামের মৃত তমাল হোসেনের ছেলে। তিনি বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, গরুর হাট থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে যাওয়ার সময় দফরপুর মোড় এলাকায় ব্যবসায়ীরা মাঝে-মধ্যেই দুর্বৃত্তদের হামলা-ছিনতাইয়ের শিকার হন। এ জন্য ওই স্থানে পাহারার ব্যবস্থা করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বাংলানিউজকে বলেন, রাতে দফরপুর মোড় এলাকায় ঠান্টু মিয়া ও অপর একজন পাহারা দিচ্ছিলেন। রাত ৮টার দিকে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে একটি হাতবোমা ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরে, তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অলোক কুমার দাস বাংলানিউজকে বলেন, ঠান্টু মিয়ার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।

রাত সাড়ে ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঠান্টু মিয়ার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন অলোক কুমার দাস।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।