জাতীয় সংসদ ভবন থেকে: ইমামদের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন রাজশাহী-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
তিনি বলেন, ইমামদের মাধ্যমে অনেক বার্তা পোঁছানো যায়, তাদের জন্য পৃথক নীতিমালা করে বেতন কাঠামো তৈরি করতে হবে।
রোববার (০৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।
এনামুল হক বলেন, আমাদের ইমামদের একটি বেতন কাঠামোতে এনে তাদের রাষ্ট্রীয় উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেতে পারে।
রাজশাহী অঞ্চলে অর্থনৈতিক জোন গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, এই অঞ্চলের মানুষের মাথাপিছু আয় কম, এই অঞ্চলের মানুষের ভাগ্যে উন্নয়নে পৃথক অর্থনৈতিক জোন গঠন করে ব্যাংক ঋণের সুদের হার কমাতে হবে।
এরমধ্যে দিয়ে এ অঞ্চলে শিল্পয়ানের পথ সুগম হবে, পাশাপাশি বেকারত্ব কমবে বলেও জানান তিনি।
রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি জানিয়ে এনামুল বলেন, এ অঞ্চলের কৃষি পণ্যে আন্তর্জাতিকভাবে রফতানির জন্য আন্তর্জাতিক বিমান বন্দর প্রয়োজন।
এর জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন শান্তিপূর্ণ রাষ্ট্রের পরিণত হয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপির আমলে সৃষ্টি হয়েছিল- বাংলাভাই, আব্দুর রহমানের মতো জঙ্গি। আর এখন সঠিক নেতৃত্বের কারণে দেশে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। জঙ্গিবাদমুক্ত দেশ হয়েছে বাংলাদেশ।
আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মো. আফতাব উদ্দিন সরকার বলেন, বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে মুক্তিযুদ্ধকে বির্তকিত করার জন্য। তারাও তো ক্ষমতায় ছিল, তখন কেন মুক্তিযোদ্ধাদের সঠিক সংখ্যা নিরূপণ করেনি।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসএম/টিআই
** অর্থনীতির অধিকাংশ সূচকই ঊর্ধ্বমুখী
** নিজ এলাকার নয়, দেশের মন্ত্রী হওয়ার আহ্বান
** ‘খালেদা পাকিস্তানি প্রভুদের শেখানো বুলি আওড়াচ্ছেন’
** ডেইলি স্টার বন্ধের দাবি সংসদে
** কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিলের প্রতিবেদন চূড়ান্ত
** মা ইলিশ সংরক্ষণের সময়সীমা ২২ দিন করা হচ্ছে
** রাজাকারদের নামসহ তালিকা করা হবে
** সুন্দরী কাঠ বাজারে পাওয়া গেলে ব্যবস্থা
** চালু হচ্ছে নিউইয়র্ক-বাংলাদেশ ফ্লাইট