ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
যশোরে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

যশোর: যশোরে অজ্ঞাতপরিচয় হিসেবে উদ্ধার হওয়া মরদেহের ইজিবাইক চালক রুবেলর (২২) বলে জানা গেছে। তিনি শহরের রায়পাড়া ইসমাইল কলোনি এলাকার ইউনুস আলীর ছেলে।



যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঢাকা রোড বাবলাতলা ব্রিজের নিচ থেকে একটি অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠলে ইজিবাইক চালক রুবেলের স্বজনেরা মৃতদেহ শনাক্ত করে।

নিহত রুবেলের পরিবার ও পুলিশের ধারণা, শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে হত্যার পর মরদেহ ব্রিজের নিচে ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়

বাংলাদেশ সময়: ০২২১ ঘন্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসএইচ

** যশোরে যুবকের মরদেহ উদ্ধার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।