ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আপিল বিভাগের দুই বেঞ্চ পুনর্গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
আপিল বিভাগের দুই বেঞ্চ পুনর্গঠন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তিনজন নতুন বিচারপতি নিয়োগের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) নবনিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি।

এরপর বেঞ্চ পুনর্গঠন করেন তিনি।

পুনর্গঠিত ১ নম্বর বেঞ্চে থাকছেন প্রধান বিচারপতি এস কে সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। ২ নম্বর বেঞ্চে বিচার কাজ পরিচালনা করবেন বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

এর আগে সকাল দশটায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেজ লাউঞ্জে শপথ নেন আপিল বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। সংবিধানের ৯৫ (১) ধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের এ তিন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে রোববার (০৭ ফেব্রুয়ারি) নিয়োগ দেন।

এ তিনজনকে নিয়োগের পর আপিল বিভাগে মোট বিচারকের সংখ্যা দাঁড়িয়েছে মোট নয়জন।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।