ঢাকা: রাজধানীর কলাগানের স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে তিনলাখ টাকা জরিমানা করেছেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোড়ে ১১টায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
স্টেট ইউনিভার্সিটি ভবনের নিচতলায় গাড়ির গ্যারেজের জায়গায় বসানো হয়েছে প্রতিষ্ঠানটির অফিস। ফলে প্রতিষ্ঠানটির গাড়ি রাখা হচ্ছে সামনের ফুটপাত দখল করে। রাজউকের ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযানের সময় বিষয়টি জেনে স্টেট ইউনিভার্সিটিকে তিনলাখ টাকা জরিমানা করে।
অন্যদিকে অভিযানে কলাবাগানের এমকে ইলেক্ট্রনিক্সকেও একলাখ টাকা জরিমানা করেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত। গ্যারেজের জন্য রাজউকের অনুমোদনের সঠিক নথিপত্র না দেখাতে পারায় এ জরিমানা করা হয়।
এবিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, আমরা সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান চালাই কলাবাগান এলাকায়। এসময় ফুটপাত দখলে করে গাড়ি রাখায় স্টেট ইউনিভার্সিটিকে তিনলাখ টাকা জরিমানা ও গ্যারেজের অনুমতির বিষয়ে সঠিক নথিপত্র দেখাতে না পারায় এমকে ইলেক্ট্রনিক্সকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
ইউএম/এনএইচএফ/এএ