ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা করেছে আরডিআরএস।

সোমবার (৮ ফেব্রুয়ারি)  সকালে নীলফামারী প্রকল্প অফিসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।



এতে স্বাগত বক্তব্য রাখেন-আরডিআরএস নীলফামারীর ঊর্ধ্বতন কর্মসূচি ব্যবস্থাপক (ক্ষুদ্র ঋণ) গোলাম মোস্তফা। কর্মসূচি সম্বয়কারী খ ম রাশেদুল আরেফিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক।

সভায় জেলা প্রশাসক জাকীর হোসেন সরকারের বিভিন্ন কার্যক্রমে আরডিআরএস- এর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এ অঞ্চলের দরিদ্র মানুষের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে সংস্থাটির যথেষ্ট ভূমিকা রয়েছে।

বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আরো কর্মসূচি গ্রহণের জন্য সংস্থাটির প্রতি আহ্বান জানান তিনি।

সভায় সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলা শাখায়ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।