ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চুরির অভিযোগে ঢামেকে যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
মোটরসাইকেল চুরির অভিযোগে ঢামেকে যুবক আটক

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগে মাহবুব আলম (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে।
 
সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বার্ন ইউনিট ও জরুরি বিভাগের মধ্যবর্তী স্থান থেকে এফজেড মডেলের একটি মোটরসাইকেলের নড ভেঙে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে।


 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এ‌এসআ‌ই) সেন্টু চন্দ্র দাশ জানান, মোটরসাইকেলের নড ভেঙে চুরির সময় স্থানীয়রা মাহবুব আলমকে হাতেনাতে ধরে  ফেলে। তখন আমরা তাকে আমাদের ক্যাম্পে নিয়ে আসি। মাহবুবকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
 
তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন আটক মাহবুব আলম। তিনি বলেন, সকালে আমি বড় ভাই রফিক ও তার স্ত্রী আনোয়ারার অসুস্থতার কথা শুনে ঢামেকে আসি। ভাই মোটরসাইকেল নিয়ে আসতে বলেন। তার কথামতো মোটরসাইকেল আনতে গেলে আমাকে আটক করা হয়।
 
এদিকে, মোটরসাইকেলের মালিক নুরুল আমিন বলেন, আমি গাজীপুরের কালীগঞ্জে থাকি। আমার মা বেশ কিছুদিন অসুস্থ অবস্থায় ঢামেকে ছিলেন। তারপর আমরা তাকে নিয়ে যাই। আজ স্ত্রীকে সঙ্গে নিয়ে মায়ের মেডিকেল রিপোর্ট ডাক্তারকে দেখাতে এসেছি। পরে শুনতে পাই মোটরসাইকেল চোর ধরা পড়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এজেডএস/ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।