ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিসিক কর্মকর্তার বাসায় ডাকাতি, অর্ধকোটি টাকার মালামাল লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
সিসিক কর্মকর্তার বাসায় ডাকাতি, অর্ধকোটি টাকার মালামাল লুট

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) এক প্রকৌশলীর বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনকে বাসার একটি কক্ষে বেঁধে রেখে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ডলারসহ অর্ধকোটি টাকার মালামাল লুটে নেয়।



সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোরে নগরীর খাসদবিরের বাসায় এ ডাকাতি হয়।

বাসার লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, সংঘবদ্ধ ডাকাতরা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিনের বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ ৮০ ভরি স্বর্ণ, এক হাজার আমেরিকান ও কানাডিয়ান ডলার, নগদ লক্ষাধিক টাকা ও ১১টি মোবাইল ফোন লুটে নেয়।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।