ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ধামরাই (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের তেলিয়া ব্রিজে দূরপাল্লার বাস ও ট্রাককের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ১৫জন।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে ধামরাইয়ের তেলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



পুলিশ জানায়, সকালে ধামরাইয়ের তেলিয়া এলাকায় ঢাকাগামী দূরপাল্লার ঈগল পরিবহনের একটি বাস ও শাখা সড়ক থেকে ইটভর্তি ট্রাক মহাসড়কে উঠতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসে থাকা ১৫জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ হোসনে বাংলানিউজকে জানান,  দূরপাল্লার বাস ও ট্রাককের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের সহায়তায় গাড়ি দু’টি রাস্তা থেকে সরিয়ে নিলে প্রায় একঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে করে।
 
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।