ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ধুনটে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ধুনট(বগুড়া): বগুড়ার ধুনটে মাদক দ্রব্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ সাজা দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান।



দণ্ডপ্রাপ্তরা হলেন- ধুনট উপজেলা সদরের মাঠপাড়া গ্রামের সবুর আলীর ছেলে ইউসুব আলী (২৫) ও পৌর এলাকার অফিসার পাড়ার মৃত. জসমত আলীর ছেলে মনোয়ার হোসেন জয়(২২)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সাজাপ্রাপ্ত আসামি ইউসুব আলী এলাকার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে ইউসুব।

গোপন সংবাদের ভিত্তিতে মাঠপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ইউসুব আলী ও তার সহযোগী মনোয়ার হোসেন জয়কে আটক করা হয়। এ সময় ইউসুব আলীর স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ি থেকে ৩টি সিসি ক্যামেরা, ১টি মনিটর, ১টি টিভি ও ইলেট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়।
 
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ইউসুব আলী ও মনোয়ার হোসেন জয়কে ধুনট থানা থেকে বগুড়া কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৮, ২০১৬ 
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।