ঢাকা: রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের শ্রেষ্ঠ সংগঠক হিসেবে নির্বাচিত এস এম মোয়াজ্জেম হোসেন তপুকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
তপুকে গত ২৬ জানুয়ারি রাজধানীর অ্যাপোলো হাসপাতালের কাছাকাছি জায়গা থেকে রাত ১১টার দিকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানানো হয়।
শুরুতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নিখোঁজ ছাত্রলীগ নেতা এস এম মোয়াজ্জেম হোসেন তপুর মা মিসেস সালেহা বেগম।
তিনি অভিযোগ করে বলেন, তপুর রাজনৈতিক সফলতা দেখেই তাকে গুম করা হয়েছে। নইলে তার বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযোগও নেই। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ সবার কাছে সহযোগিতা চেয়েছি। কিন্তু আমার ছেলেকে পাচ্ছি না।
এসময় তিনি তপুকে খুঁজে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তপুর বোন শেলী, শিমু, ভাই ডা. মইনুল হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
একে/এএ