ঢাকা: গত ১৪ দিন ধরে পূবালী গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী জাফর ইকবাল চৌধুরীর খোঁজ মিলছে না। দ্রুত তার সন্ধান করে ফেরতের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
জাফর ইকবাল চৌধুরী একাধিক ব্যবসা পরিচালনার পাশাপাশি দৈনিক আমাদের ৭১ ও দৈনিক আজকের বিনোদন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
শুরুতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী পারভীন ইকবাল চৌধুরী।
তিনি জানান, গত ২৫ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হওয়ার পর আজও বাড়ি ফেরেননি ইকবাল। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে তাকে খোঁজা হচ্ছে, কিন্তু সন্ধান মিলছে না।
তিনি জানান, তার স্বামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। ব্যবসায়িক কোনো কারণে তাকে অপহরণ করা হতে পারে।
পারভীন ইকবাল চৌধুরী অভিযোগ করে বলেন, ইকবাল চৌধুরীকে অপহরণের আগে একটি পক্ষ তাদের পত্রিকা অফিস ভাঙচুর করে।
তিনি বলেন, তাদের ব্যবসায়িক অংশীদার অবসরপ্রাপ্ত কর্নেল শফিউল ইসলামের সঙ্গে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছে। এ ঘটনায় তার সম্পৃক্ততাও থাকতে পারে।
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন নিখোঁজ ব্যবসায়ী ইকবাল চৌধুরীর মা আনোয়ারা বেগম। তিনি বলেন, কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেলো। কিন্তু আমার ছেলেকে পেলাম না। ৠাব, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিসহ সবার কাছে ধরনা দিচ্ছি। কিন্তু কেউ আমার ছেলের সন্ধান দিতে পারছে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যান্টনমেন্ট থানার অধীনে বারিধারা ডিওএইচএস এলাকায় আট নম্বরে রোডে তাদের বাড়ি। ইকবাল জাফর চৌধুরীর ব্যবহার করা সব মোবাইল নম্বরগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি, র্যাব -১ বরাবর অভিযোগপত্রও দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ইকবাল চৌধুরীর দুই শিশুসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
একে/জেডএস