ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করায় ৩ বখাটের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
মেহেরপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করায় ৩ বখাটের কারাদণ্ড

মেহেরপুর:  মেহেরপুর সদর উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে তিন বখাটে যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে দ‍ুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান উজুলপুর ভৈরব মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার গোভীপুর গ্রামের কায়েম শেখের ছেলে বিদ্যুৎ হোসেন (২০), কাউছার আলীর ছেলে স্বাধীন (২৫) ও আব্দুর কুদ্দুসের ছেলে শরীফুল ইসলাম (২০)।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সালেহীন বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে কালাচাঁদপুর গ্রামের কয়েকজন ছাত্রী বিদ্যালয়ে আসছিলো, পথে ওই তিন বখাটে তাদের উত্ত্যক্ত করছিলো। এ সময় স্থানীয়রা তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে খবর দিলে আদালতের বিচারক তাদের এক বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫
এএটি/আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।