ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সমাজসেবক শামসুল আলম আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
সমাজসেবক শামসুল আলম আর নেই মোহাম্মদ শামসুল আলম

ঢাকা: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

  

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে শামসুল আলম হৃদরোগ, কিডনি ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি  স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, চার ভাই, এক বোন, ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার ছাত্র-ছাত্রীদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা তারেক রহমানসহ বিভিন্ন রাজনীতিক, শিল্পপতি ও ব্যবসায়ী।

১৯৪৩ সালে চুয়াডাঙ্গা জেলার খয়েরহুদা গ্রামে জন্ম নেওয়া শামসুল আলমের বাবার নাম মরহুম কুড়োন আলী মন্ডল।

চুয়াডাঙ্গা কলেজের স্নাতক জনাব আলম ষাটের দশকে শিক্ষকতার মধ্য দিয়ে পেশা জীবন শুরু করেন। পরে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এবং ঢাকার রায়েরবাজার গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তত্কালীন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগ দেন এবং মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের কর্মকর্তা হিসেবে অবসর নেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, সোমবার শ্যামলীর বায়তুল আমান মসজিদে বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।