ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীদের ধর্মঘট চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
গোবিন্দগঞ্জে ব্যবসায়ীদের ধর্মঘট চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যবসায়ী তরুণ দত্তকে (৪৫) হত্যার প্রতিবাদে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা।  

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে শহরের সব দোকান-পাট বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন তারা।

বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

উপজেলা বনিক সমিতির সভাপতি নাজমুল হুদা টুকু বাংলানিউজকে জানান, প্রতিদিনের মত সোমবার ভোরে হাঁটতে বের হন তরুণ দত্ত। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। পরে দেহ থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে পাশের ডোবার পানিতে ফেলে দেয়।

এ নৃশংস হত্যার প্রতিবাদে ধর্মঘট আহ্বান করা হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ রোডে বর্ধণকুঠি এলাকায় ব্রিজ সংলগ্ন একটি ডোবার পাশে তরুণ দত্তের মাথাবিহীন মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও ডোবা থেকে মাথা উদ্ধার করে।

তিনি আরো জানান, এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

নিহত তরুণ দত্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ বাজারের মৃত হীরেন্দ্র নাথ দত্তের ছেলে। তিনি বাড়ির সামনে দোকানে শিল-পাটা, ড্রাম ও হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসা করতেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।