ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিল্পনগরী হবে পঞ্চগড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
শিল্পনগরী হবে পঞ্চগড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: আগামীতে পঞ্চগড় জেলা শিল্পনগরীতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)  সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

তিনি বলেন, পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাময় স্থান।

এই স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। এখানে পূর্ণাঙ্গভাবে ইমিগ্রেশন চালু হলে পঞ্চগড় ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি পর্যটন এলাকায় পরিণত হবে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে নিটল-নিলয় গ্রুপের তিন দিনব্যাপী টাটা গ্র্যান্ড মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, পঞ্চগড় দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। আমরা বিবিআইএনের মাধ্যমে পঞ্চগড়সহ প্রতিবেশী দেশের বিরাত নগর, ফুয়েনশলিং, শিলিগুড়ি ও কলকাতাকে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল জোন করতে চাই।

নিটল মটরসের দিনাজপুর শাখার আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী, জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার মিন্টু, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ এবং নিটল মটরস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তাক আহমেদ।

এ সময় নিটল-নিলয় গ্রুপের পক্ষ থেকে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন কাজের জন্য একটি পিকআপভ্যান দেওয়া হয়।

তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন মডেলের ট্রাক, বাস, পিকআপ, কার ও হিউম্যান হলার প্রদর্শন ও বিক্রিয় করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।