ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
দামুড়হুদায় যুবকের মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের এসিডে ঝলসানো ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের পাশের একটি আখ খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে মাঠে কাজ করার সময় স্থানীয় কয়েকজন কৃষক একটি আখ খেতের মধ্যে এসিডে ঝলসানো এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েকদিন আগে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করে।   পরিচয় গোপন করতে তাকে এসিড দিয়ে পুড়িয়ে দেয়। তার পরনে সাদা রঙয়ের জিন্সের প্যান্ট ও গায়ে ফুলহাতা গেঞ্জি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।