ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাড্ডায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
বাড্ডায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বাড্ডায় বাসের ধাক্কায় মোহাম্মদ রনি নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।



সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় এক পথচারী (বয়স আনুমানিক ৩৫) ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেলে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ট্রাফিক পুলিশ বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) শাহেন শাহ্ মাহমুদ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাটি ঘটে বাড্ডার হোসেন মার্কেট সংলগ্ন কাচা বাজারের সামনের সড়কে। ঘাতক বাসটি অনাবিল পরিবহন ঢাকা মেট্রো-ব ১৪-৩১৫৭। বাসটি জব্দ করে বাড্ডা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

নিহত রনি ওই এলাকার একটি স্বর্ণের দোকানে কাজ করতেন বলে জানা গেছে, তার মরদেহ উদ্ধার করে সাময়িকভাবে বাড্ডা থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানার কার্যক্রম শেষে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এনএইচএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।