ঢাকা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, এইচএসসি পরীক্ষার ফাঁকে ফাঁকেও সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ১১ থেকে ১২ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জাবেদ আলী বলেন, এক্ষেত্রে আগামী বৃহস্পতিবার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু ইউপি নির্বাচনে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচারণা নির্দিষ্ট। তাই পরীক্ষা মাঝে নির্বাচন হলে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ইইউডি/আরএম