ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
কালীগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে জরিমানা

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের বাবা আব্দুল মমিনকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন এ জরিমানা করেন।



নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বাংলানিউজকে জানান, উপজেলার মেগুরখিদ্দা গ্রামের ১৪ বছর বয়সী মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার আয়োজন করেন আব্দুল মমিন। খবর পেয়ে ওই গ্রামে গিয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে আব্দুল মমিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।