ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
নীলফামারীতে শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শ্রমজীবী ২৬৪ জন শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শহরের উপজেলা পরিষদ সংলগ্ন বিদ্যালয় চত্বরে শ্রমজীবী শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন।



এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) ফখরুল ইসলাম, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলু, সমাজসেবা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন।

জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানে ও জেলা কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় শ্রমজীবী ২৬৪ জন শিক্ষার্থীদের মধ্যে কম্বল দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।