বরিশাল: বরিশালে জাটকাসহ আটক ১৩ জনের মধ্যে ১১ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চন্দ্র চৌধুরী ১১ জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন।
তবে ট্রাক চালক ও চালকের সহকারী জাটকা পাচারের সঙ্গে জড়িত না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, ট্রাকে করে ভোলা থেকে বরিশাল হয়ে জাটকা পাচার হচ্ছে, এমন খবরের ভিত্তিতে রোববার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার লাহারহাট এলাকায় অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ।
এ সময় লাহারহাট ফেরিঘাট এলাকায় থেকে একটি ট্রাকসহ ১৩ জনকে আটক করা হয়। সে সময় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করা হয়।
পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে ১১ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং জড়িত না থাকায় ট্রাক চালক ও চালকের সহকারীকে ছেড়ে দেওয়া হয়।
জরিমানা প্রাপ্তরা হলেন, ভোলা জেলার বাসিন্দা কামাল খান, আমির হোসেন, আব্দুল মজিদ, আলাউদ্দিন, মো. বিল্লাল, মো. লিটন, আমির হোসেন, আবুল কাশেম, মো. ফিরোজ, শাহে আলম ও রতন চন্দ্র ব্যাপারি।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরএ