ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চা দোকানি বাবুল হত্যা মামলা ডিবিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
চা দোকানি বাবুল হত্যা মামলা ডিবিতে বাবুল মাতুব্বর

ঢাকা: রাজধানীর শাহআলী থানার গুদারাঘাট এলাকার চা দোকানি বাবুল মাতুব্বর হত্যা মামলার তদন্ত ভার পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (ডিবি)।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে এ মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, অধিকতর তদন্তের জন্য এই মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলাটি তদন্ত করছিলো শাহআলী থানা পুলিশ। তবে মামল‍ার অধিকতর তদন্তের জন্য এর দায়িত্ব পেয়েছে ডিবি পুলিশ।
 
এর আগে ০৩ ফেব্রুয়ারি শাহআলীর গুদারাঘাট এলাকায় নিজ দোকানে স্টোভের আগুনে দগ্ধ হন বাবুল মাত‍ুব্বর (৪৫)। স্টোভে পুলিশের লাঠির আঘাতে বাবুলের শরীরে আগুন লাগে। পরদিন ৪ ফেব্রুয়ারি দুপুরে চিকিৎসাধীন বাবুলের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসজেএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।