ঢাকা: পার্কিংয়ের জায়গায় অফিস ও অন্য স্থাপনা নির্মাণ করায় গুলশান-১ এর দুই বাড়ির মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন রাজউকের ভ্রাম্যমান আদালত।
একই সঙ্গে তিন দিনের মধ্যে ওইসব স্থাপনা অপসারণ করতে নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান শুরু বেলা সাড়ে ৪টায় এ অভিযান শেষ হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি বাংলানিউজকে বলেন, গুলশান-১ এর ৪৪-নম্বর বাড়ির পার্কিংয়ের জায়গায় গাড়ি পার্ক না করে বিভিন্ন স্থাপনা তৈরি করায় বাড়ির মালিককে ১ লাখ টাকা জরিমানা ও একই অভিযোগে স্টার সেন্টারের মালিককে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
তিনি বলেন, ইমারত নির্মাণ আইন-১৯৫২ অনুযায়ী বাড়ির পার্কিংয়ের জায়গায় গাড়ি পার্ক না করায় এ জরিমানা করা হয়। বাড়ির মালিকরা তাদের দোষ স্বীকার করেছেন।
এছাড়া ওই এলাকার ফুটপাতের উপর নির্মিত বিভিন্ন স্থাপনাও উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
টিএইচ/বিএস