মেহেরপুর: ‘সচেতনতাই পারে বাল্যবিয়ে রোধ করতে” স্লোগানে বাল্যবিয়ে মুক্ত জেলা গড়তে মেহেরপুরে বাইসাইকেল ভ্রমণ শুরু করেছেন একদল যুবক।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ ভ্রমণের উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আহমারউজ্জামানসহ অনেকে।
স্বপ্নময়ী তরুণ সাইক্লিং গ্রুপের উদ্যোগে এ ভ্রমণে ১২ যুবক অংশ নিচ্ছেন। তাদের দলনেতা মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলার তিন উপজেলায় তারা ভ্রমণ করবেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে বাল্যবিয়ের কুফল সম্পর্কে লিফলেট বিতরণ করবেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এএটি/এসআর