ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

ডিপ্লোম্যাটিক করেসপনেডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজামউদ্দিন আহমেদ

ঢাকা: ভারতের বিশাখাপত্তমে  অনুষ্ঠিত সমুদ্র মহড়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ, ঢাকার কমডোর সৈয়দ মকছুমুল হাকিম তাকে স্বাগত জানান।



আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৬-৭ ফেব্রুয়ারি ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিত সমুদ্র মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ ও ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা অংশ নেন।

ওই মহড়ায় অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’।

মহড়ায় যোগদানের অংশ হিসেবে ভারতে নৌপ্রধান বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’ এবং ভারতীয় নৌবাহিনী জাহাজ পরিদর্শন করেন।

এছাড়া তিনি ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল আর কে ধওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে দুই দেশের নৌবাহিনী প্রধানরা দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ওই সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধান গত ০৪ ফেব্রুয়ারি দুইজন সফরসঙ্গীসহ ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ফেব্রুয়ারি ০৮, ২০১৬
জেপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।