বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বিজিবির একটি দল পুটখালী চরের মাঠে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে মাদক পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তায় ১৯৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
২১ ব্যাটালিয়ন বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম আহম্মেদ বাংলানিউজকে জানান, ফেনসিডিলগুলো পরে পোর্ট থানায় জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআর