রংপুর(বদরগঞ্জ): রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর নান্দিনার সরকারি বিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, নুরুজ্জামান (৩৫), আবু সায়েম (১৭), নান্নু মিয়া (২৫), দুলু মিয়া (২৮) ও মকবুল হোসেন (৬৫)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার নন্দনপুর গ্রামের ফয়জার রহমান বাবুর ছেলে আশরাফুল ও তার লোকজন নান্দিনা সরকারি বিল দখল করে অবৈধভাবে মাছ চাষ করে আসছিলেন। সোমবার দুপুরে এলাকার সাধারণ লোকজন ওই বিলে মাছ ধরতে গেলে আশরাফুল ও তার লোকজন মাছ ধরতে বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মালিহা কুদ্দুস বাংলানিউজকে জানান, আহতদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এএটি/আরএ