গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় আহত ভ্যানচালক আব্দুস ছাত্তার মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান তিনি।
এর আগে, বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা বাজারের ছাদেক আলীর ছ’মিলের সামনে দুর্ঘটনা আহত হন তিনি।
নিহত আব্দুস ছাত্তার উপজেলার বেতকাপা ইউনিয়নের নান্দিশহর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ভ্যানবোঝাই টমেটো-আলু নিয়ে পলাশবাড়ী থেকে গাইবান্ধা যাচ্ছিলেন আব্দুস ছাত্তার। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী হাফেজ এন্টারপ্রাইজের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে আহত হন ভ্যানচালক আব্দুস ছাত্তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোজিফা বেগম মিনা ভ্যানচালক আব্দুস ছাত্তারের মৃত্যুর তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘাতক বাস ও বাসের হেলপারকে আটক করে থানা নেওয়া হয়েছে।
** বাসের ধাক্কায় ভ্যানচালক আহত, হেলপার আটক
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এমজেড