কুমিল্লা: কুমিল্লা আর্দশ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুর রউফকে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর টিক্কাচর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন প্রবীণ এ রাজনীতিক।
এরআগে বেলা ১১টায় অজিতগুহ কলেজ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে উপজেলা পরিষদে নেওয়া হয়। সেখানে সর্বসাধারণের দেখার জন্য শহীদ মিনারের সামনে তার মরদেহ রাখা হয়।
দুপুরে কুমিল্লা টাউন হলে জেলা প্রশাসনের উদ্যোগে আব্দুর রউফকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেওয়া হয় তার মরদেহ। বাদ জোহর কুমিল্লা টাউন হলে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বিকেলে বাদ আসর চকবাজার আলীয়া মাদ্রাসায় তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় টিক্কাচর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
টাউন হলের জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসাইন, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান সব সব শ্রেণি-পেশার মানুষ।
রোববার (০৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ২৫ মিনিটে নগরীর মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আব্দুর রউফের।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআর/